প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলল ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে এসে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। ইতিমধ্যেই ঘটনাটিতে সাতজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
রবিবার রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন প্রসূতি রিনা খাতুনের। তাঁর বাড়ি কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামে। পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিনা। এরপর সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতির পরিবারদের সদস্যদের সেবিষয়ে জানিয়ে দেন চিকিৎসকেরা। যদিও পরিবারের দাবি, তাঁরা এবিষয়ে কিছুই জানতেন না।