৫ কারণ: ইডেনে মুম্বইকে হারিয়ে কী ভাবে প্লে-অফ পাকা করল কেকেআর

ঘরের মাঠে শেষ ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল তারা। ১৮ পয়েন্ট পেয়ে প্রথম দল হিসাবে চলতি আইপিএলের প্লে-অফে উঠলেন শ্রেয়স আয়ারেরা। কেকেআরের জয়ের নেপথ্যে পাঁচ কারণ কী কী?

কেকেআরের জয়ের পাঁচ কারণ—

১) বেঙ্কটেশ আয়ারের ব্যাটিং— পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল কেকেআরের। সেই সময় দলকে সামলালেন বেঙ্কটেশ। আরও এক বার মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেললেন তিনি। উইকেট পড়লেও কেকেআরের রানের গতি কমেনি। তার নেপথ্যে ছিলেন বেঙ্কটেশ। ২১ বলে ৪২ রান করেন তিনি। দলকে ১৫৭ রানে নিয়ে যেতে বড় ভূমিকা নেন বেঙ্কটেশ।

২) কেকেআরের স্পিন জুটি— আবার দাপট দেখালেন কেকেআরের দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। দু’জন ৭ ওভার বল করে ৩৮ রান দিলেন। নিলেন ৩ উইকেট। দুই স্পিনারের কারণেই ভাল শুরু করেও মাঝের ওভারে রান করতে পারল না মুম্বই। তাতেই সমস্যায় পড়ল তারা।

৩) কলকাতার ডেথ বোলিং— এত দিন ডেথ ওভারে বল করতে সমস্যায় পড়ছিল কলকাতা। এই ম্যাচে ভাল বল করলেন আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা। দু’জনে শেষ চার ওভারে ৪১ রান দিলেন। পড়ল ৪টি উইকেট। টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ১০ রান বেশি নয়। উইকেট পড়ায় রান তুলতে সমস্যায় পড়ল মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *